নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের বায়তুশ শরফ এলাকার বাসিন্দা আলহাজ্ব আব্বাস মিয়া সিকদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
১৮ ডিসেম্বর দিবাগত রাত বারোটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি ৯ ছেলে ৪ মেয়ের জনক।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ (১৯ ডিসেম্বর) জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে এবং দ্বিতীয় জানাজা কক্সবাজার সদরের পোকখালীর গোমাতলীর নিজ এলাকায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ছেলে ডাক্তার মিজানুর রহমান।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আব্বাস মিয়া সিকদার কক্সবাজার শহরের সিকদার মহলের মালিক মমতাজ মিয়ার ভাই।
এদিকে, আলহাজ্ব আব্বাস মিয়া সিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ নুরুল আজিম।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আব্বাস মিয়া সিকদারের ইন্তেকাল, শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
