চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ায় কৃষকের রোপিত ধান রাতের আধারে কেটে নিয়েগেছে প্রতিপক্ষের লাঠিয়াল বাহিনী। উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজিয়ান গ্রামে গত ১৬ ডিসেম্বর ভোররাত ২টার দিকে ঘটেছে এ ঘটনা। এনিয়ে জমি মালিক পক্ষ কৃষক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

অভিযোগে জানা গেছে, ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান মৌজার বিএস খতিয়ান নং ৩৬৪-এ ৫৫শতক জমির মালিক স্থানীয় মৃত মোহাম্মদ হোছেনের ওয়ারিশগন। এসব জমির বর্তমানে রেজিষ্ট্রাট বায়না সূত্রে মালিক কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড এসএমচর গ্রামের গোলাম কাদেরের পুত্র গিয়াস উদ্দিন ও পৌরসভার ৮নং ওয়ার্ডের নামারচিরিংগা গ্রামের মৃত মঈনুদ্দিন চৌধুরীর পুত্র তৌহিদুল ইসলাম চৌধুরী। তারা জমি ক্রয়ের পর থেকে ৫৫শতক জমির মধ্যে ৪০শতক জমিতে ধান রোপন করে চাষাবাদ করেন চাষা বাহাদুর আলম। জমি মালিক মো: গিয়াস উদ্দিন অভিযোগ করেন, চাষাবাদকৃত ধান বর্তমানে কর্তন উপযোগি হয়েছে। এসুযোগে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরধরে হাজিয়ান গ্রামের মৃত আফজুল আহমদের পুত্র মো: সিরাজ আহমদের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে ঘটনারদিন ১৬ডিসেম্বর ভোররাত ২টার দিকে জমি মালিক-কৃষকদের অগোচরে ৪০শতক পরিমাণের ধান কেটে লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকাল ৪টার দিকে জমিতে গেলে রোপিত ও ফলনকৃত ধান কেটে লুট করে নিয়ে যাওয়ার দৃশ্যটি চাষা বাহাদুর আলমসহ দেখতে পান।