মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের জন্য ৬ষ্ট শ্রেণির ভর্তি পরীক্ষা বুধবার ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মোট ৪ টি ভ্যানুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেছেন ২৪৫৮ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী। তারমধ্য, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২৩৩ জন এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২২৫ জন। প্রতি সীটের জন্য আবেদন করেছে ৫’১৩ (পাঁচ দশমিক এক তিন) জন। মোট প্রায় আড়াই হাজার ভর্তিচ্ছুকদের বিপরীতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রত্যেকটিতে ৬ষ্ট শ্রেণীতে ২৪০ টি করে মোট ৪৮০ টি আসন রয়েছে।
বিষয়টি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির সদস্য সচিব রাম মোহন সেন সিবিএন-কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, উভয় স্কুলে নবম শ্রেণির ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬০ টি আসনের বিপরীতে প্রায় ৪৪৮ জন।
ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহনের জন্য সমন্বিত আসন বিন্যাস সহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুক ১২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যূতে রোল নম্বর ৬০০০০০১ থেকে ৬০০০৭৯৪ নম্বর রোল পর্যন্ত পরীক্ষার্থীর সীট বসানো হয়েছে। কক্সবাজার পৌর প্রিপ্যার‍্যাটরী উচ্চ বিদ্যালয় ভেন্যূতে রোল নম্বর ৬০০০৭৯৫ থেকে ৬০০১২৩৩ নম্বর রোল পর্যন্ত পরীক্ষার্থীর সীট বসানো হয়েছে। অপরদিকে, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছুক ১২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যূতে রোল নম্বর ৬০০০০০১ থেকে ৬০০০৫৩০ নম্বর রোল পর্যন্ত পরীক্ষার্থীর সীট বসানো হয়েছে। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির বিজ্ঞান ও প্রযুক্তি ভবন ভেন্যূতে রোল নম্বর ৬০০০৫৩১ থেকে ৬০০১২২৫ নম্বর রোল পর্যন্ত পরীক্ষার্থীর সীট বসানো হয়েছে বলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন সিবিএন-কে জানিয়েছেন।কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২০২০ সালের জন্য ৬ষ্ট শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ সিবিএন-কে বলেন, ৪ টি পরীক্ষা কেন্দ্রে জেলা প্রশাসনের ন্যুনতম ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা শুরু আগে থেকে ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। বিদ্যালয় ২ টি’র সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ উর্ধ্বতন কর্মকতারা ভর্তি পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করবেন। এছাড়া মূল ভেন্যূ ২ টিতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম সমন্বয় করার জন্য নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। ভর্তি পরীক্ষার ফলাফল কখন দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে এডিসি (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ সিবিএন-কে বলেন, দ্রুততম সময়ে পরীক্ষার খাতা নিরীক্ষণ করার পর পরই ফলাফল প্রকাশ করা হবে।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভর্তি কমিটির সদস্য সচিব রাম মোহন সেন সিবিএন-কে জানান, একাধিক অভিজ্ঞ ও দক্ষ পরীক্ষককের মাধ্যমে খাতা নিরীক্ষণ করা হবে। যাতে সঠিক, নির্ভুল ও পরিপূর্ণভাবে পরীক্ষার খাতা নিরীক্ষণ করা যায়। ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন নিয়মিত তদারকি ও সহযোগিতা করছেন বলে তিনি সিবিএন-কে জানান।
ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্ঠন হবে-বাংলা-৩০ নম্বর, ইংরেজি-৩০ নম্বর ও গণিত-৪০ নম্বর। ২০১৯ সালের পঞ্চম শ্রেণির সরকারি জাতীয় টেক্সট বুক অনুসরণ করে প্রশ্নপত্র তৈরি করা হবে।

ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা-৫%, প্রতিবন্ধী কোটা ২%, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত ভর্তিচ্ছুকদের কোটা ১০%, মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য কোটা ২% সংরক্ষিত থাকবে। কোটার স্বপক্ষে প্রামাণ্য ডকুমেন্টস আবেদনের সাথে দাখিল করতে হবে। ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্রবেশ পত্র সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আসন বিন্যাস ও অন্যান্য তথ্য ১৭ ডিসেম্বর মঙ্গলবার অপরাহ্নে বিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে জেনে নিতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় কমপক্ষে আধাঘন্টা আগে ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসার জন্য কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন পরামর্শ দিয়েছেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বেজোড় ক্রমিককে দিবা ও জোড় ক্রমিককে প্রাত: শাখায় ভর্তি করা হবে।
নবম শ্রেণির জন্য কোন ভর্তি পরীক্ষা হবেনা। জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই নবম শ্রেণিতে ভর্তি করা হবে।

উভয় শ্রেণির, উভয় স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল কক্সবাজার জেলা প্রশাসনের ওয়েবসাইট, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট coxbazargovermenthighschool.edu.com এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট coxgghs.edu.bd তে ও বিদ্যালয় দু’টির নোটিশ বোর্ড পাওয়া যাবে।