নিজস্ব প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় প্রতি বছরের মতো এবারও সফলতা দেখিয়েছে ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা।
বিভিন্ন ইভেন্টের মধ্যে প্রতিষ্ঠানটির ‘বয় স্কাউট’ দল দ্বিতীয় এবং ‘কাব’ দল তৃতীয় স্থান অধিকার করেছে।
খুদে স্কাউট দলের নৈপুণ্য প্রদর্শণী দেখে মুগ্ধ হয় প্রশাসনের কর্তাব্যক্তিরাসহ দর্শনার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এদিকে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে রামুর খুনিয়া পালং ইউনিয়নের ধোয়া পালংস্থ মাদ্রাসার আঙ্গিনায় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযুদ্ধাদের জন্য কুরআনখানি, মিলাদ মাহফিল ও দু’আ, ছাত্রদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কর্মসূচি পালিত হয়েছে।
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভাও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কক্সবাজার প্রকল্পের সমন্বয় কর্মকর্তা মাহফুজুল করিম।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের হিসাব কর্মকর্তা কায়সার বিন কাসেম।
মহান বিজয় দিবসের এই কর্মসূচিতে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।