মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। ঐতিহাসিক রেসকোর্স ময়দান। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। পাক হানাদার বাহিনী বাংলার দামাল ছেলেদের সাথে যুদ্ধে ঠিকতে না পেরে শেষমেশ আত্মসমর্পণ করে। “INSTRUMENT OF SURRENDER” শিরোনামের ৩ প্যারায় বিভক্ত ২৩ লাইনে ইংরেজিতে টাইপে লেখা হয়েছিলো বিজয়ের সেই ঐতিহাসিক দলিল। পাক হানাদার বাহিনীর সেই স্যারান্ডার দলিলে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন-মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ইন চীফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তানের পক্ষে স্যারান্ডারকারী সামরিক আইন প্রশাসক ও পাকিস্তানের পূর্বাঞ্চলীয় জোনের সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী। বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে স্যারান্ডারের এই ঐতিহাসিক ডকুমেন্টে পাকিস্তানের সকল স্থল, নৌ, বিমান, আধা সামরিক বাহিনী সহ সকল বাহিনী অস্ত্র সহ বিনাশর্তে স্যারেন্ডারের কথা সবিস্তারে উল্লেখ রয়েছে।