প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১.০০মিনিটে আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মোহাম্মদ আহসান উল্লাহ, এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, এডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, এডভোকেট মোঃ হারেছ রহমান, এডভোকেট আবুল কালাম আজাদ (৬), এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট মোহাম্মদ তারেক, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার, এডভোকেট ফরিদুল আলম (পিপি) প্রমুখ।

সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধু আমাদের বিজয় দিয়েছেন, তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের উন্নয়ন দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে মাননীয় জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কেউ যেন তা বানচাল করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা নুরুল হক।