প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরের নাজিরারটেকের মোস্তাকপাড়া মসজিদ মাঠে বিকাল ৪ ঘটিকায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নজালের উদ্যোগে শুটকি পল্লীর শুটকি কাজে নিয়োজিত শিশু,নারী ও পুরুষদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা.শাহীন আব্দুর রহমান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিজ্ঞ এপিপি এড.সাকী-এ-কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।উক্ত কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নজালের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাকির আলম।আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক সম্পা দাশ।আরো যারা সহযোগিতা করেছেন কার্যকরী সদস্য ও প্রজেক্ট বাস্তবায়ন লিডার জুয়েল,জিমরান নাহিম,সাগর ও হেলাল উদ্দিন।অতিথিরা তাদের বক্তব্যে বলেন এই কর্মশালার মূল উদ্দেশ্য হল শুটকি পল্লীর শুটকি কাজে নিয়োজিত শিশু,নারী ও পুরুষদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে তোলা।উক্ত কর্মশালায় শুটকি কাজে নিয়োজিত শিশু,নারী ও পুরুষদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মার্কস ,গ্লাপস,মাথার টুপি এবং ঝুড়ি বিতরন করা হয় এবং বিজয়ের মাস ডিসেম্বর মাস ১৬ ই ডিসেম্বর কে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশু দের মাঝে পতাকা বিতরন করা হয়।
এছাড়াও শুটকি কাজে নিয়োজিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও শিশুশ্রম থেকে বিরত রাখতে স্বপ্নজাল কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।স্বপ্নজাল সংগঠনের চেষ্টা হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা।এরি মধ্য দিয়ে যদি একজনও সঠিক ভাবে সচেতন হয় তাহলে আস্তে আস্তে সবার মাঝে পরিবর্তন দেখা যাবে।