আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির উদোগ্যে আর্থিক সহায়তা ও অনুদান হিসাবে বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার অসহায় ও এতিম ছাত্র ছাত্রীদের মাঝে ২০২০ সালের নতুন বছরের নূরানী কোরআন শিক্ষার পাঠ্য পুস্তক প্রদান করেন।
১০ ডিসেম্বর বিকালে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধান অতিথি জোন কমান্ডার ও ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান খান উপস্থিত থেকে বিজিবির প্রধান কার্যালয়ে সর্বমোট ১১৭ জন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবদুর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা এহসান এর নিকট পাঠ্য পুস্তক হস্তান্তর করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
অসহায় ছাত্র ছাত্রীদের বই বিতরণ ছাড়াও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা, রাস্তা ঘাট নির্মাণসহ নানাধরণের কর্মসুচি পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি সকল জনসাধারণকে অবৈধ কর্মকান্ড এবং মাদক চোরা কারবারীদের ধরতে সার্বিক সহযোগিতার আহবান জানান।
এসময় উপ-পরিচালক মশিউর রহমান লিমন, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসাইন সুবেদার ওয়াহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।