নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে প্রত্মতত্ব অধিদপ্তরের টিম জরিপ করেছেন। ১০ ডিসেম্বর দুপুরে জরিপ করে ইউনিয়নের পৃথক ৪ টি স্থানে ৪টি প্রাচীন স্থাপনা চিহ্নিত করেছে। ধারনা করা হচ্ছে বৃটিশ ও মোগল আমলের এ স্থাপনাগুলি হয়েছিল। পরিদর্শনকালে প্রত্নতত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেন পুরানো এ স্থাপনাগুলোর যথাযথ ইতিহাস উদঘাটন করে স্ব স্থানে ঢেলে সাজিয়ে দেশি বিদেশী পয্টকদের আকর্ষণ বাড়াতে কাজ করা হবে। পুরানো ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হলে খুরুশকুল জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আরও বেশি পরিচিতি লাভ করবে।
এর আগে পরিদর্শন ও জরিপ টিম খুরুশকুলে পৌছঁলে স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন স্বাগত জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার হেরিটেজ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী,সিভিল সোসাইটির সহ সভাপতি আ ন ম হেলাল উদ্দিন,সাংবাদিক মোরশেদুর রহমান খোকন প্রমুখ।