মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মানবাধিকার দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, গণস্বাক্ষর কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” প্রতিপদ্য নিয়ে মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে একটি বর্ণাঢ্য র্যালী কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর গণস্বাক্ষরতা কর্মসূচী ও কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বাবুল চন্দ্র বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।