বার্তা পরিবেশক:
ককসবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়ন ১ নং ওয়ার্ড পশ্চিম লার পাড়া সমাজ কমিটির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্­োগানের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার দূর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স জারি করেছেন তা বাস্তবায়ন করার লক্ষ্যে অত্র এলাকাবাসী ও সমাজ কমিঠির সদ্যসের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তারা বলেন মাদক দেশ,জাতি ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সমাজকে বাচাঁতে সকল শ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরী। সমাজের নিয়ম শৃঙ্খলা অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়ানোর সময় এখন। এছাড়া আরো বলেন প্রশানের সহযোগীতা থাকবে যদি অপরাধীরা সচেতনতা বৃদ্ধি করে নিজেদের অপরাধ স্বীকারের মাধ্যমে।
এসময় অনেকেই বলেন এলাকা ও সমাজের দুর্নাম যাতে কমে আসে তারা অপরাধ ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন। পরে অত্র এলাকার মসজিদে ইমামের সভাপত্বিতে আল­ার নামে শপথ পাঠ করে মোনাজাতের মাধ্যমে সকলে তওবা করেন যাতে ভবিষ্যতে কেউ মাদক ব্যাবসার সাথে জড়িয়ে না পড়েন।
তারপর এলাকার প্রতিনিধি, সমাজের মুরুব্বী, ছাত্র শিক্ষক, পেশাজীবি, চাকরিজীবি মান্যগণ্য ব্যাক্তিবর্গ সহ গনসাক্ষর করেন।