পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ পুলিশের সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ডিসেম্বর) বিট পুলিশিং কার্যক্রম সফল করার লক্ষ্যে দুপুর ১২টার দিকে সচেতন ব্যক্তিদের নিয়ে টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া থানার এসআই কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল, পেকুয়া থানার এএসআই জাবেদ হোসেন, টইটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, ইউপি সদস্য মনজুরুল আলাম, আবুল কাশেম, হেলাল উদ্দিন, আবুল কাশেম, হামিদা বেগম, টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুর মোহাম্মদ, মৌলভীবাজার ফারুকিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাফর আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপরাধ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা ভাল রাখতে সরকারের তথা বাংলাদেশ পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম। জনসাধারণের সহযোগিতা ছাড়া কোন ভাল উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়। তাই এতে সকলের সহযোগিতা অত্যাবশ্যক।

উক্ত সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক, ইমামসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।