সংবাদ বিজ্ঞপ্তি :

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ এক যুক্ত বিবৃতিতে বলেন, গতকাল কক্সবাজারে একটি অনলাইন পত্রিকার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয়। এবং যারা কেন্দ্রীয় কমিটির সভাপতি/পরিচালকের নাম ব্যবহার করছেন তারাও এই সংগঠনের কেউ নন। তারা একসময় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কর্মী ছিলেন কিন্তু সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় অনেক আগে তাদেরকে বহিস্কার করা হয়েছে।

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কক্সবাজার জেলা শাখার সভাপতি ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবিরসহ পৌর কমিটি, উপজেলা কমিটি দীর্ঘদিন যাবৎ দক্ষতার সাথে সংগঠন পরিচালনা করে আসছেন। বঙ্গবন্ধুর জন্মদিনে (জাতীয় শিশু দিবস) তারা জেলার সবচেয়ে বড় প্রতিযোগীতার আয়োজন সহ নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।