মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) বেলা সাড়ে ৫টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরিয়া এলাকায় হালদা নদী থেকে ডলফিনটি উদ্ধার করে স্থানীয়রা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটি ভাসতে দেখে স্থানীয়রা হালদা রিভার রিচার্স সেন্টারে ফোনে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ডলফিনটিকে নদী থেকে উদ্ধার করা হয়। মৃত ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এলাকাবাসী।
ডলফিনটি লম্বায় সাড়ে চার ফুট। ওজন ৩৫ কেজি।
হালদা নদীতে ভেসে উঠল ৩৫ কেজি ওজনের মৃত ডলফিন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।