নিজস্ব প্রতিবেদকঃ  

কক্সবাজার বেতার-এর নতুন দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মো. ফখরুল করিম বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরার পাশাপাশি এ অঞ্চলের শিল্প সাহিত্য সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে কক্সবাজার বেতার। সম্প্রতি রোহিঙ্গা সমস্যা সৃষ্ঠির পর থেকে নানা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে নানা সচেতনতা সৃষ্ঠির লক্ষে নানা অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে কক্সবাজার বেতার। বেতারের শিল্পী-কলাকুশলীসহ সর্বস্থরের শিল্পীদের সহযোগিতায় কক্সবাজার বেতারকে এগিয়ে নিতে চাই।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে কক্সবাজার বেতারের সন্মেলন কক্ষে আয়োজিত বেতারের নতুন আঞ্চলিক পরিচালককে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিল্পী,যন্ত্রী ও কলাকুশলীরা নতুন দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালককে ফুলেল ভালোবাসায় অভিসিক্ত করেন।
অনুষ্ঠানে কক্সবাজার বেতারের উপ-আঞ্চলিক প্রকৌশলী মো. রাশেদুল আজম সিকদার,বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, কবি কামাল বারি, কবি সিরাজুল হক সিরাজ, রেডিও এনাউন্সারস ক্লাবের সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া, উপস্থাপক নাজমুল করিম জুয়েল, অধ্যাপক পরিক্ষীৎ বড়ুয়া, যন্ত্র শিল্পী বাবুল ইসলাম, আব্দুল বারি,আবু তালেব,ফরমান রেজা, অনিয়মিত শিল্পী কেংগ্রী রাখাইন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেতারের উপস্থাপক শামীম আকতার।
উল্লেখ্য, বেতারের নতুন দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মো. ফখরুল করিম এর আগে উপ-আঞ্চলিক পরিচালক হিসাবে কক্সবাজার বেতারে দায়িত্ব পালন করে আসছিলেন। অতি সম্প্রতি তাকে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।