সোয়েব সাঈদ, রামু :

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, যোগ্য নেতৃত্বের জন্য রাজনৈতিক নেতাদেরও জ্ঞানের চর্চা করতে হবে। মেধাহীন নেতৃত্ব জাতির কল্যাণ দূরের কথা, নিজেরও কল্যাণ বয়ে আনবে না। যারা মানুষের কল্যাণে কাজ করবে না, তারা কোনদিন নেতা হতে পারবে না। যে সব নেতা সহকর্মীর দূঃসময়ে পাশে থাকে না, তারা নেতৃত্ব হারাতে বাধ্য। ভালো নেতৃত্বের প্রধান শর্ত হলো উত্তম চরিত্র এবং ত্যাগের মানসিকতা। দূর্বল নেতৃত্ব কেবল নেতাকে নয়, দলকে ক্ষতিগ্রস্ত করে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে ২৫ বার জেল খেটেছেন, অথচ কখনো নীতি-আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। অধিকারহারা বাঙ্গালী জাতির জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বঙ্গবন্ধুর ত্যাগ বিশ^জুড়ে বিরল। তাই তিনি এখন কেবল বাঙ্গালী জাতির নেতা নন, তিনি এখন বিশ^নেতা।

এমপি কমল আরো বলেন, কক্সবাজার-রামুতে উন্নয়নের মহাজোয়ার চলছে। হাজার হাজার কোটি টাকার কাজ কক্সবাজার-রামুতে বাস্তয়ানের পথে। উন্নয়নের সকল কাজ এখন দৃশ্যমান। একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই কাংখিত উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হয়েছে।

রামু উপজেলা তাঁতীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য সাংসদ কমল এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধক ছিলেন, কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতি আরিফ উল মওলা। প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

রামু উপজেলা তাঁতীলীগের আহবায়ক নুরুল আলম জিকুর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোস্তাক আহমদের সঞ্চালনায় বিশাল সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা তাঁতীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি আনছারুল হক ভূট্টো ও ডা. মো. সোলায়মান, যুগ্ন সাধারণ সম্পাদক মনজুর আলম সিকদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মনু, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, প্রবীন আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরাল হেলাল, আওয়ামীলীগ নেতা হাজ¦ী নুরুল হক, সৈয়দ মোহাম্মদ আব্দুশ শুক্কুর, জেলা তাঁতীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক দিদারুল আলম সিকদার, চকরিয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, মহেশখালী উপজেলা আহবায়ক আবদুল কাদের, সদস্য সচিব বাদশা, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক ও সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, তাঁতীলীগ নেতা আবদুস ছালাম রাজু, জাতীয় শ্রমিকলীগ রামু উপজেলার সভাপতি শফিকুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন, বঙ্গবন্ধু সৈনিকলীগ রামু উপজেলার সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, রামু উপজেলা ওলামালীগ সাধারণ সম্পাদক মৌলানা জামাল উদ্দিন আনসারী, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ প্রমূখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে রামু উপজেলা তাঁতীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে বিনাপ্রতিদ্বন্ধিতায় নুরুল আলম জিকু সভাপতি এবং মোস্তাক আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন ও কাউন্সিলে তাঁতীলীগের জেলা, উপজেলা ও তৃণমূল নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে তাঁতীলীগের নেতাকর্মীরা মিছিল-শোভাযাত্রা সহকারে সম্মেলনে যোগ দেয়। রাতে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।