সংবাদ বিজ্ঞপ্তিঃ
আগামী ২২ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য হিফজুল কুরআন প্রতিযোগিতা উপলক্ষে কক্সবাজার সদরের ঈদগাঁওতে প্রস্তুতি সভা করেছে হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখা।
২৯ নভেম্বর জুমাবার বাদে আসর ঈদগাঁও বাজার জামে মসজিদে উপজেলা সভাপতি হাফেজ মাওলানা জাফর আলম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুফফাজের জেলা সভাপতি ক্বারী কাজী মাওলানা সাইফুল্লাহ কাসেমী।
হাফেজ মাওলানা আমীনুর রশীদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা হুফফাজের প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মাওলানা শফি উল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা সাবেরুল ইসলাম সিদ্দিকী, ক্বারী মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ বিন জাফর, ক্বারী মাওলানা এনামুল হাসান,হাফেজ মাওলানা ইউনুস, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ইকবাল হুসাইন, হাফেজ নাসির, মাওলানা হাফেজ আবু ইউসুফ।
সভায় আসন্ন ঈদগাঁও উপজেলা হিফজুল ক্বুর’আন প্রতিযোগিতা বাস্তবায়ন করতে নানা পদক্ষেপ নেয়া হয়। এতে উপজেলা হুফফাজের পক্ষ থেকে ঈদগাঁও উপজেলার হিফজ প্রতিষ্ঠান সমূহকে সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের উদাত্ত আহবান জানিয়ে সার্বিক সহযোগিতা ও দু’আ কামনা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।