মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির রোডের একসময়ের বিশিষ্ট চিকিৎসক ও বিএমএ’র কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মরহুম ডা. এ.কে.এম সিরাজুল হক প্রকাশ সিরাজ ডাক্তারের সহধর্মিণী দিলছফা হক (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মঙ্গলবার বিকেল ৩ টায় চট্টগ্রাম শহরের চন্দনপুরা এলাকায় মরহুমার জ্যেষ্ট পুত্র ও ওয়ান ব্যাংকের এভিপি খোদা বক্স তৌহিদের বাসভবনে তিনি মারা যান। মরহুমা দিলছফা হক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান। মরহুমার পুত্র ও এসএসসি ব্যাচ-১৯৮৪ এসোসিয়েশন, কক্সবাজার এর সদস্য খোদা বক্স তৌহিদ সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমা কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের ঐতিহ্যবাহী দীপালি ভবনের সত্বাধিকারী, জমিদার মরহুম মোজাহেরুল হক চৌধুরী প্রকাশ মোজাহের মিয়া ও খোরশেদা হকের কন্যা। মরহুমা দিলছফা হকের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার ২৬ নভেম্বর এশারের নামাজের পর চট্টগ্রাম শহরের চন্দনপুরা সাফা অর্কিড চত্বরে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা বুধবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার ছনুয়া শরিফিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে মরহুমার সন্তান খোদা বক্স তৌহিদ সিবিএন-কে জানিয়েছেন। প্রসঙ্গত, মরহুমা দিলছফা হকের স্বামী ডা. এ.কে.এম সিরাজুল হক ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ইন্তেকাল করেন।

শোক প্রকাশ :

এসএসসি ১৯৮৪ ব্যাচ এসোসিয়েশনের সদস্য, বিশিষ্ট ব্যাংকার খোদা বক্স তৌহিদের মাতা দিলছফা হকের মৃত্যুতে এসোসিয়েশনের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এসএসসি ৮৪ ব্যাচেরা সদস্যরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।