মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সকল সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত কঠোর ব্যবস্থাপনার মধ্য দিয়ে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মরহুম চৌধুরী মোহাম্মদ আবুল ফজল হাজারী স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার দিনটি অভিভাবকদের উৎসব মুখর পরিবেশ লক্ষণীয় ছিল।
ফলাফলে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পেয়ে গতবারের মতো এবারও শীর্ষে রয়েছে ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট। পরীক্ষায় অংশ নেওয়া ১১৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১২ জন বৃত্তি প্রাপ্ত হিসেবে নির্বাচিত হয়েছে।
তৎমধ্যে ডুলাহাজারা কলেজিয়েট ইনষ্টিটিউট থেকে বৃত্তিপ্রাপ্ত (২জন এ+), (৩জন এ) ও (২জন এ-) মোট ৭ জন। মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল স্কুল (১জন এ) ও (১জন এ-) মোট ২ জন। মালুমঘাট আইডিয়াল স্কুল (১জন এ) মোট ১ জন। ডুলাহাজারা সরকারী প্রাথমিক বিদ্যালয় (১জন এ) ও (১জন এ-) মোট ২ জন। ফাউন্ডেশনের মেধাবৃত্তির পরিচালনায় ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক পরিচালক মরহুম চৌধুরী মোহাম্মদ আবুল ফজল হাজারীর পুত্র চৌধুরী মোঃ নঈমুল হক হাজারী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহিম উদ্দিন ছোটন ও সহ-সাধারণ সম্পাদক মোঃ রহিম উদ্দিন।
পরীক্ষা নিয়ন্ত্রক খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক কবির আহমদ আনছারী জানান “প্রতিবছরে মতো এবছরও আমার নিয়ন্ত্রণে সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষার কার্যক্রম সমাপ্ত করেছি। বিগত ১০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে এ.এফ হাজারী স্মৃতি ফাউন্ডেশন পরিচালিত এ বৃত্তি পরীক্ষা চলে আসছে। এটি ডুলাহাজারা ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি আশাকরি।”
ডুলাহাজারা হাজারী বৃত্তির ফলাফলে শীর্ষে কলেজিয়েট ইনস্টিটিউট
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
