সিবিএন ডেস্ক:
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের মামলার রায় ঘোষণার দিন আগামী ২৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের এ মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম শামীম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
এদিন মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও আসামি ওসি মোয়াজ্জেম আদালতে হাজির ছিলেন। এ মামলার ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।