মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে শহরের ৫ টি পাইকারি পেঁয়াজের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসাইন মঙ্গলবার ১ অক্টোবর এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সিবিএন-কে জানিয়েছেন।

এদিকে, পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কক্সবাজার জেলা বাজার মনিটরিং কমিটির এক সভা জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মঙ্গলবার ১ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুধি সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়িরা পেঁয়াজের প্রতি কেজি সর্বোচ্চ খুচরা মূল্য ৭০ টাকা করে বিক্রির প্রতিশ্রুতি দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। সরকার প্রচুর পিঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়ায় খুব শিঘ্রী পেঁয়াজের বাজার দর স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে সভায় জানানো হয়।

এদিকে, জেলা মনিটরিং কমিটির সভায় সন্ধ্যায় প্রতি কেজি ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে বলে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিলেও তার কোন প্রভাব কক্সবাজার জেলা শহরে পড়েনি। শহরের পূর্বদিকে আলিরজাহাল, পিটি স্কুল (রুমালিয়ার ছরা), কালুর দোকান, বড় বাজার, আইবিপি রোডে, গোলদীঘির পাড়, বাহারছরা, কানাইয়া বাজার, বিমানবন্দর সড়কে, কলাতলী, লাইট হাউজ এলাকা, বিজিবি এলাকা সহ প্রায় সকল মুদির দোকানে মঙ্গলবার রাত ৯ টার দিকে ৯০ টাকা থেকে ১০০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়।

এদিকে, ভোক্তাগন ঢাকা শহরের ন্যায় কক্সবাজারের সর্বত্র সরকারি উদ্যোগে টিসিবি’র মাধ্যমে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির দাবি জানিয়েছেন।