সিবিএন :

কক্সবাজার সিটি কলেজ অনার্স ১ম বর্ষ ২০১৯-২০ ওরিয়েন্টেশন ক্লাস ১ অক্টোবর ২০১৯ কমার্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ক্য থিং অং ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, কক্সবাজার সিটি কলেজ শিক্ষা ও কর্ম দক্ষতার পরিচয় দিয়ে আজ দেশের সেরা ২০টি কলেজের মধ্যে এ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার তথা দক্ষিণ চট্টলার জন্য আশীর্বাদ । এখানে প্রফেশনালসহ ২১টির মত অনার্স বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। আজকে যারা এ কলেজে পড়ার সুযোগ পেয়েছে তারা ভাগ্যবান। আমরা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত । শিক্ষা প্রতিষ্ঠানের অত্যাধূনিকায়নে সরকার আমাদের কলেজকে ৮ কোটি টাকা দিয়েছে। এটা আমাদের কর্মের স্বীকৃতি।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন অধ্যাপক নুরুল আজিম , গীতা পাঠ করেন অধ্যাপক পবন পাল , ত্রিপিটক পাঠ করেন অধ্যাপক মং ছেন হেন ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা । স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক জেবুন্নেছা । নবাগত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বলণ করেন অধ্যক্ষ ক্যথিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ও বিভাগীয় প্রধানগণ ।

বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , বাণিজ্য অনুষদ প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, সমাজবিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক শাহানুর আকতার, কলা অনুষদ প্রধান অধ্যাপক এসএম আকতার উদ্দীন চৌধুরী , বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক জেনুননেছা, ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেসানুল হক হেলালী , বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক শারায়াত পারভীন লুবণা ও ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষে মার্কেটিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম ।

নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন আজিজা ছিদ্দিকা সামিয়া, মোহাম্মদ সাইফ উদ্দীন ও মোহাম্মদ আকতার ।

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়  অধ্যক্ষ ক্য থিং অং’কে “শিক্ষা বন্ধু” সম্মাননা সূচক রেড ক্রিসেন্ট ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্টানে সার্বিক সহযোগীতা করেন কক্সবাজার সিটি কলেজ রেড ক্রিসেন্টের সকল যুব সদস্যরা।