সংবাদ বিজ্ঞপ্তি:
ইপসা’র উদ্যোগে বাংলাদেশের দক্ষিণ পুর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগে স্থানচ্যুত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, টিন ও ল্যাট্রিন প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোছাইন, উপজেলা শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ইপসার ভুয়সী প্রশংসা করে বলেন, “ইপসার কার্যক্রম গুলো দারিদ্র্য মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক, নারীদের স্বাবলম্বী করা ও অসহায় মানুষের টিন ও গৃহ সামগ্রী এবং টয়লেট বিতরনের মাধ্যমে সরকারের পাশাপাশি দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে ইপসা। তিনি কুতুবদিয়া উপজেলার মত জলবায়ু বিপদাপন্ন এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান গুলোকেও দারিদ্র্যতা বিমোচনে দৃশ্যমান কাজ করার আহবান জানান।