সংবাদ বিজ্ঞপ্তি

মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে চার দিনের সরকারী সফরে ইন্দোনেশিয়া গেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা “এপি-কেট” এর কো-চেয়ার ইন্দোনেশিয়ার বগোর সিটি’র মেয়র ড.বীমা আরেয়া সুগিআরটো এবং ফিলিফাইনের বেলাঙ্গা সিটি মেয়র ফ্রান্সসিস এন্তোনি গারচিয়া এর আমন্ত্রণে “মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে” অংশ নিতে মেয়র মুজিবুর রহমানের এই সফর বলে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

এদিকে সফর শেষে করে সুস্থভাবে তিনি যেন দেশে ফিরে আসতে পারেন সে জন্য কক্সবাজার পৌরবাসী, দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন মেয়র মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা।