প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়ায় গত ১৯ সেপ্টেম্বর ব্র্যাকের উদ্যোগে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতি বিনির্মাণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, খালেদ মোর্শেদ, হেড অব অপারেশন, মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচী, ব্র্যাক। এতে প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাব উদ্দীন, সিনিয়র সাংবাদিক রফিক উদ্দীন বাবুল, উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দসহ ব্র্যাক কর্মকর্তারা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্র্যাকের কর্মসূচী ব্যবস্থাপক তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের মধ্যে শান্তি ও সম্প্রীতি স্থিতিশীল রাখতে আহ্বান জানান। নারীদের এগিয়ে আসার জন্য তিনি পুরুষদের ভূমিকার উপর জোর দেন। সভায় বক্তাগণ এলাকায় শান্তি ও সম্প্রীতি স্থাপনের জন্য রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে সম্পর্ক নির্মাণের উপর জোর দেন।
সভা সঞ্চালনা করেন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আশীষ পাল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাহুল আমিন, পিও- সিইপি, ব্র্যাক।