মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরীর অভিযোগে অভিযোগে টেকনাফে উদ্যোক্তা সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতারা হলেন-টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্ত ও টেকনাফের হোটেল দ্বীপ প্লাজায় অবস্থিত জাবেদ কম্পিউটারের মালিক মোহাম্মদ জাবেদ। বিষয়টি টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও মো. আবুল মনসুর সিবিএন-কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরী করার অভিযোগ পাওয়ায় প্রথমে মোহাম্মদ জাবেদকে বুধবার ১৮ সেপ্টেম্বর আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্তকে আটক করা হয়। টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর বলেন-তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশ কিছু বলতে রাজী হয়নি।