মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি. মাসুদ হোসেন বিপিএম এর জন্মদিন ছিলো ১৬ সেপ্টেম্বর সোমবার। তিনি তাঁর জন্মদিন পালন নিয়ে পারিবারিক ঐতিহ্য তুলে ধরে তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি যাঁরা তাঁকে ফোনে, সামনে গিয়ে, ফেসবুকে, ম্যাসেঞ্জারে উইশ করে, অভিনন্দন জানিয়ে দোয়া করেছেন, ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন, তাঁর পেশাগত শত ব্যস্ততার কারণে তাদের প্রত্যেককে জবাব দিতে নাপারায় দুঃখ প্রকাশ করে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। স্বজ্জন, অমায়িক এই মানুষটি তার জম্মদিনে সর্বস্থরের মানুষের হৃদ্যতায় মুগ্ধ ও অভিভূত হয়ে বলেছেন, এ অকৃত্রিম ভালোবাসার প্রতিদান আমি ক্ষুদ্র মানুষের পক্ষে কখনো দেওয়া সম্ভব নয়। তবে এ ভালোবাসার স্মৃতিকে হৃদয়ে ধরে রেখে কর্মস্থলে আরো বহুগুণ উৎসাহে প্রেরণা ও প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে সহায়ক হবে ইনশাল্লাহ। এজন্য তিনি সবার কাছে বার বার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। নীচে এসপি এ.বি.এম মাসুদের জম্মদিন সংক্রান্ত ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“১৬ সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন। আমাদের আট ভাই-বোনের মধ্যে সবারই শৈশব এবং কৈশোর কেটেছে গ্রামে। স্বাভাবিকভাবেই আমাদের জন্মদিন পালনের রেওয়াজ গড়ে উঠেনি। কিন্তু বর্তমানে আমাদের সন্তানদের জন্মদিন পারিবারিক পরিবেশে ভালোভাবেই উদযাপন করা হয়। তাই বলে নিজের জন্মদিন কখনোই পালন করার চিন্তা করিনি। কিন্তু ফেসবুকের কল‍্যানে এই দিনটির কথা সবাই জেনে যাওয়াতে হয়েছে যথ সমস্যা! শত ব‍্যস্থতার মধ‍্যে অনিচ্ছা সত্ত্বেও শুভানুধ্যায়ীদের দোয়া এবং অভিনন্দন গ্রহণ করতে হয়েছে। মেসেঞ্জার, ফেসবুক, মোবাইল ফোন এবং সরাসরি সামনে এসে যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি রইল অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ব‍্যক্তিগতভাবে সবার শুভেচ্ছার জবাব দেওয়া সম্ভব না হওয়ায় ক্ষমাপ্রার্থী।”