মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত মিস. চারলোটা সিলিটার (Ms. Charlotha Schlyter) ৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সোমবার ১৬ সেপ্টেম্বর ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের সহকারী সচিব মোঃ মেহেবুব জামান প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।
সুইডেনের রাষ্ট্রদূতের সাথে একই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিস. সিসিলিয়া রুটাসট্রম (Ms.Cecilia Rutstrom) সহ মোট ৬ সদস্যের প্রতিনিধিদলটি সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সুইডেনের প্রতিনিধিদলটি বিকেল সাড়ে ৪ টায় আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার সাথে বৈঠক, সাড়ে ৭ টায় হোটেল সায়মনে জাতি সংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, ইউএনএইচসিআর, স্থানীয় সিভিল সোসাইটির প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ব্রিফ করবেন। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ৭ টায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ পরিদর্শনে যাবেন। একইদিন তাঁরা ৪ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে হেলথ ক্লিনিক, মডেল ওয়ার্কিং গ্রুপ পরিদর্শন, হোষ্ট কমিউনিটির জন্য পরিচালিত FAO, IOM, SAFE এর কার্যক্রম ও FAO পরিচালিত মাঠ কৃষক স্কুল পরিদর্শনের কথা রয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৩ টায় সুইডেন প্রতিনিধিদল বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।