মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে উত্তাল সমুদ্রে ঝড়ের কবলে পড়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়া সেন্টমার্টিন দ্বীপের ২ জন মহিলা সহ ২২ বাসিন্দাকে উদ্ধার করেছেন কোস্টগার্ড। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর দুপুরে এঘটনা ঘটে।
সেন্টমার্টিন যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ২২ যাত্রীকে বহনকারী ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে মিয়ানমারের জলসীমানায় ঢুকে পড়ে।
বিষয়টি সিবিএন-কে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লে. জোছেল রানা।
তিনি বলেন, দুপুরে মিয়ানমার জলসীমানার বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়। যাতে দুই নারীসহ ২২ জন যাত্রী ছিলেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এখবর পেয়ে কোস্টগার্ডের একটি দল দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মিয়ানমার জলসীমা থেকে অসহায় উক্ত ২২ জন যাত্রীকে উদ্ধার করে। বিকালে তাদেরকে সুস্থ অবস্থায় সেন্টমার্টিন দ্বীপে নিয়ে আসা হয়।