মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি থেকেঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমব্রু তুইঙ্গাপাড়ার ৩৮-৩৯ নম্বর পিলার এলাকা থেকে উদ্ধার হওয়া ‘অজ্ঞাতনামা’ লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবির সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ। সীমান্তে মাইন বিষ্ফোরণে তার মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা।

তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টের প্রায় পাচঁশত গজ অভ্যন্তরে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন কান্তি চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থ থেকে লাশটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই এক দিন আগে সীমান্তে মাইন বিষ্ফোরণে এই ব্যক্তির মৃত্যু হতে পারে।