মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ইয়াবা ব্যবসার স্বর্গরাজ্য বলে পরিচিত টেকনাফ উপজেলায় রোববার ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ‘মাদকসেবি ও ক্ষুদ্র মাদক বিক্রেতা গ্রেপ্তার সপ্তাহ’ ঘোষণা করেছে। মাদক বিরোধী চলমান সাড়াশি অভিযানের পাশাপাশি ঘোষিত সপ্তাহে মাদকসেবি ও ক্ষুদ্র ও খুচরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে এ বিশেষ অভিযান চলবে। এ অভিযান নিয়মিত চলছিল, তবে ঘোষিত সপ্তাহে এ অভিযানের উপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এজন্য টেকনাফ মডেল থানা পুলিশ ইতিমধ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে বলে উল্লেখ করে ওসি প্রদীপ কুমার দাশ (বিপিএম-বার) সিবিএন-কে বলেন, মাদকসেবি, ক্ষুদ্র ও খুচরা মাদক ব্যবসায়ীদের নির্মুল করা নাগেলে মাদকের হাঠ বন্ধ করা যাবেনা। বড় বড় মাদক ব্যবসায়ীদের কাছ থেকেই খুচরা ও ক্ষুদ্র ব্যবাসয়ীরা মাদক ক্রয় করে মাদকসেবিদের সরবরাহ ও বিক্রি করে। মাদকসেবি ও খুচরা বিক্রয় বন্ধ হলে ইয়াবার চালান আসাও বন্ধ হবে বলে তিনি সিবিএন-কে জানান। এ সময়ে ইয়াবা কারবারি ও মাদক সম্রাজ্যের রাঘব বোয়ালদের ধরা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি প্রদীপ কুমার দাশ (বিপিএম বার) বলেন-মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অনুকূলে মাদকবিরোধী সাড়াশি অভিযান সবসময় অব্যাহত থাকবে। এবিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশ কোন ছাড় দেবেনা।