বলরাম দাশ অনুপম :

তথ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন-অসাম্প্রদায়িক চেতনার প্রতিবাদী ও আপোষহীন শ্রমিকনেতা ছিলেন সুখেন্দু বড়ুয়া। তিনি বলেন-সুখেন্দু বড়ুয়ার মত আর্দশবান, সৎ শ্রমিক নেতা বর্তমান সময়ে খুঁজে পাওয়া দু:সাধ্য ব্যাপার। নির্যাতিত সুবিধা বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন শ্রমিক নেতা সুখেন্দু বড়য়া। এমপি কমল ৩০ আগষ্ট বিকেলে কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট শ্রমিকনেতা ও কক্সবাজার আন্ত: জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক প্রয়াত সুখেন্দু বড়য়ার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও শ্রমিকদের মাঝে বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সুখেন্দু বড়ুয়া কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় কক্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপমহাদেশের প্রবীণ শ্রমিক নেতা মনজুরুল আহসান খান বলেন-সুখেন্দু বড়ুয়া শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সারা জীবন সংগ্রাম করেছেন। জীবনে কোনো প্রলোভন বা ভয়ের কাছে তিনি মাথা নত করেননি সুখেন্দু বড়ুয়া। সুখেন্দু বড়ুয়া কল্যাণ ট্রাস্টের সভাপতি মৃনাল বড়ুয়ার সভাপতিত্বে ও কক্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান সুরেশ বড়ুয়া বাঙ্গালীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সম্মাণিত অতিথির বক্তব্যে রাখেন-সাবেক মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, রিসসো কোসেই কাই কক্সবাজার ব্রাঞ্চের চেয়ারম্যান বাবুল বড়ুয়া, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ সুবির বড়ুয়া ভুলু, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রিসসো কোসেই কাই কক্সবাজার ব্রাঞ্চের ধর্ম বিষয়ক সম্পাদক অশোক বড়ুয়া, সাংবাদিক বলরাম দাশ অনুপম, এডভোকেট রতন বড়ুয়া, সুদানন্দ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সুখেন্দু বড়ুয়ার নামে যেকোন একটি সড়কের নামকরণ করার দাবী জানান বক্তারা।