বার্তা পরিবেশক:

আজ শুক্রবার (২৩ আগস্ট) সনাতন ধর্মালম্বীদের পরম প্রেমময় পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী । বিশ^ব্যাপী সনাতন ধর্মালম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করবে। বাংলাদেশেও জাতীয়ভাবে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। একইভাবে প্রতিবারের ন্যায় কক্সবাজারেও জেলাব্যাপী উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। জেলার সকল উপজেলা, ইউনিয়ন, পৌরসভায় যথাযোগ্য মর্যদায় নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হবে জন্মাষ্টমী উৎসব।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল (নাজির) জানান, জন্মাষ্টমী উদযাপনে জেলার সকল উপজেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে জন্মাষ্টমী উদযাপনে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী রয়েছে প্রস্তুত। প্রতিটি উপজেলায় বিপুল ভক্তদের অংশগ্রহনে মহাশোভাযাত্রা হবে। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদিও থাকবে।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় চত্বরে সকাল ১০ টায় উদ্বোধনী সভা, সকাল সাড়ে ১০ টায় মহাশোভাযাত্রার উদ্বোধন ও পথ-পরিক্রমা। এছাড়া ২৩ আগস্ট ও ২৪ আগস্ট দুইদিন ব্যাপী কৃষ্ণ পূজাসহ নানা পূজা-অর্চনায় মেতে থাকবে সনাতন ধর্মালম্বীরা। জন্মাষ্টমী উৎসবের সকল কর্মকান্ডে অংশগ্রহনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^জিত পাল বিশু।