হারুনর রশিদ, মহেশখালী:

মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ ও বন বিভাগের আয়োজনে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা’র শুভ উদ্বোধন হয়েছে। মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২০আগস্ট সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রাঙ্গণে বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে।

এতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃশরীফ বাদশা,মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র, জেলা আওয়ামী লীগের উপদেষ্ট ডাঃ নুরুল আমিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ,রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক, বন কর্মকর্তা শামসুল হক, উপ-সহকারী প্রকৌশলী হানিফ মিয়া,কৃষি অফিস সহকারী বদিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ,বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দারা কৃষি মেলা’র উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার মোঃজামিরুল ইসলাম এর সভাপতিত্বে র‌্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলার টিডিসি হল রুমে।

এতে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,ভারপ্রাপ্ত কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র, জেলা আওয়ামী লীগের উপদেষ্ট ডাঃ নুরুল আমিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ।

উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা, বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।উক্ত অনুষ্টানটি সঞ্চালনা করেছেন মহেশখালী ডিগ্রী কলেজের প্রভাষক আর্শীষ কুমার চক্রবর্তী। অনুষ্টান শেষে উপজেলার চেয়ারম্যান মোঃশরীফ বাদশা, উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম এবং অতিথিবৃন্দ ফলদ বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেছে। বিভিন্ন স্টল হতে ছাত্র-ছাত্রীদের এবং উপস্থিতিদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।