সিবিএন ডেস্ক:
৪১৮ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

শনিবার রাত পৌনে নয়টায় বিজি-৩৫০২ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হজযাত্রীদের স্বাগত জানান সিভিল অ্যাভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা।

নিরাপদে দেশে ফিরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন হাজিরা।

বিমানের এই ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা থেকে ছেড়ে আসে।

বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২৯টি সিডিউল ফ্লাইটসহ মোট ১৭৬টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।