এস.এম.হারুনুর রশিদ নয়ন:

মুজিব ছিলো মুজিব আছে মুজিব থাকবে!ওই তো তাকে দেখা যায়!মুজিব! মুজিব! জনকের নাম এত সহজেই কি মোছা যায়?

বাংলাদেশের সর্ব দক্ষিণ উপজেলা টেকনাফের অন্তর্গত বাহার ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামে কিছু স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়”কচ্ছপিয়া আল-আমিন মডেল ছাত্র সংগঠন”।অত্র সংগঠনটি বাহার ছড়া ইউনিয়নের সকল স্কুল-মাদ্রাসার ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিবছর কামসো মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার আয়োজন করে যাচ্ছে।আর এরই ধারাবাহিকতায় ২০১৮ সালেও বাহার ছড়া ইউনিয়নের ৭ টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।আর এই বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণী এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ কচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।এছাড়াও কচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কচ্ছপিয়া আল-আমিন মডেল ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ আবু তাহের,সহকারী শিক্ষক,লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়।আরো অন্যান্য অতিথিরা হলেন,রইচ ইসলাম রবিন,আলী আকবর,নুরুন্নবী,আব্দুল গণি,চাঁদ মিয়া প্রমুখ।জনাব মোঃ আবু তাহের তাঁর বক্তব্যে বলেন,”আমাদের টেকনাফকে ইয়াবা মুক্ত শহর করে শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়ে টেকনাফকে একটি ডিজিটাল শহরে রুপান্তর করতে হবে।এজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার অনুরোধ জানান।তিনি আরো বলেন,”কচ্ছপিয়া আল-আমিন মডেল ছাত্র সংগঠন যে শিক্ষার উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিবছর কামসো মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার আয়োজন করে এবং শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে তা যেন আরো ভালোভাবে চালিয়ে নিতে পারে তার জন্য এলাকার সকল মানুষকে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান”।এছাড়া তিনি আরো বিভিন্ন গুরুত্বপূর্ন কিছু কথা বলেন।আর অন্যান্য অতিথিরাও শিক্ষামূলক বক্তব্য প্রধান করেন এবং জাতীয় শোক দিবসে শোক প্রকাশ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন।উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রধান করেন,কচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক,জনাব মোঃ আলী।সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি জনাব শফিউল্লাহ নান্নু।সঞ্চালনা করেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক,এস.এম.হারুনুর রশিদ নয়ন।এবং সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন,অত্র সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম হৃদয়।অর্থ সম্পাদক,তারেক মনোয়ার জয়।ক্রীড়া সম্পাদক,হুসাইন আল মুহিত।ধর্ম বিষয়ক সম্পাদক আবছার বিন কামাল এবং পরিবেশ বিষয়ক সম্পাদক,মোঃ রফিক,সিনিয়র সদস্য,মোঃ সাগর,আব্দুল আমিন,আব্দুল্লাহসহ সকল সদস্যবৃন্দ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অত্র সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ছৈয়দ কাশেম,হাফেজ মোঃ হুসাইন,মোঃ আলম,হুসাইন আহমদসহ আরো অনেকে।উক্ত অনুষ্ঠানে অত্র সংগঠনের উপদেষ্টা  হুসাইন আহমদ সংগঠনকে একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য একটি জমি দেওয়ার ঘোষণা করেন।তাই তাঁকে উক্ত সংগঠনের আজীবন সদস্য ও দাতা সদস্য ঘোষণা করা হয়।

উক্ত পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের তালিকা:-

৪র্থ শ্রেণি

ট্যালেন্টপুলঃ

১ম স্থান: ৪১৫-মো:উমর ফারুক-আল-আরাফাহ মডেল একাডেমী

২য় স্থান: ম-৪০৭ জেনিফা তাহসিন জিনিয়া-আল-আরাফাহ মডেল একাডেমী

৩য় স্থান: ৪১৮ ইরফানুল মাবুদ জেসি-আল-আরাফাহ মডেল একাডেমী

সাধারণ পুরুষ

“””””””””””””””””””

১ম স্থান:৪১৩ তাহমিদুল হক জাওয়াদ-আল-আরাফাহ মডেল একাডেমী

২য় স্থান:৪১২ তারেকুল ইসলাম-আল-আরাফাহ মডেল একাডেমী।

৩য় স্থান: ৪৩৮ মোঃ আরাফাত উল্লাহ -কচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সাধারণ মহিলা

“””””””””””””””””

১ম স্থান:ম-৪১৬ হাফসা নূর সাদিয়া-আল আরাফাহ মডেল একাডেমী।

২য় স্থান:ম-৪২৭ রিয়াজুল জান্নাত পুষ্পা-কচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৩য় স্থান:ম-৪০২ তাসনিয়া আবছার জিহান-দক্ষিণ শিলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৩য় শ্রেণি-

ট্যালেন্টপুলঃ

“””””””””””””””

১ম স্থান:ম-৩০৬ নাবিলা রহিম অপি-কচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

২য় স্থান:৩১২ মোঃ হাসানুল জাবেদ জিহান-আল-আরাফাহ মডেল একাডেমী ।

৩য় স্থান: ম-৩১৮ মুন তাহিয়া মেহেরিন সুমাইয়া-আল-আরাফাহ মডেল একাডেমী।

সাধারণ পুরুষ:

“”””””””””””””””””

১ম স্থান: ৩২১ সাইদুর রহমান রায়হান -আল-আরাফাহ মডেল একাডেমী।

২য় স্থান: ৩১৩ আব্দুর রহমান মুনতাছির-আল-আরাফাহ মডেল একাডেমী।

৩য় স্থান:৩১৪ গোলাম মওলা মিকসন-আল-আরাফাহ মডেল একাডেমী।

সাধারণ মহিলা:

“””””””””””””””””’

১ম স্থান: ম-৩২২ মারিয়া নাওসাদ তোফা-আল-আরাফাহ মডেল একাডেমী।

২য় স্থান:ম-৩০৯ শেখা আলম মনির-নোয়াখালী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৩য় স্থান: ম-৩১১ হুমাইরা আক্তার – দারুল ইসলাম দাখিল মাদ্রাসা।

উক্ত সংগঠনের সকল কার্যক্রম চালিয়ে নিতে এবং টেকনাফকে একটি ডিজিটাল শহর এবং বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ গড়তে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।