প্রেসবিজ্ঞপ্তি :

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ শাখা কমিটি গত ৬ আগস্ট বিকালে সৈকতের কবিতা চত্বরে ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৭৭ জন। সবাই কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী। কমিটির সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সমাজের উন্নয়নে ভালো কাজের সাথে যুক্ত থাকার অঙ্গীকার করেন এবং মাদক, দুর্নীতি, সন্ত্রাস, যৌনহয়রানীমুক্ত সমাজ প্রতিষ্টায় সোচ্চার থাকার শপথ নেন।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। তিনি বলেন, প্রতিষ্টার পর থেকে ‘ যা কিছু ভালো তার সাথে প্রথম আলো’ কাজ করে চলেছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে গণিত উৎসব, ভাষা উৎসব. বিজ্ঞান মেলা, বিতর্ক উৎসব, ফিজিক্স অলিম্পিয়াড, ইন্টারনেট উৎসব, পথশিশুদের ঈদের নতুন জামা বিতরণ, বৃক্ষরোপনসহ মাদক বিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে। বন্ধুসভার সদস্যরাই এসব অনুষ্টান পরিচালনা করেন। সিটি কলেজ কমিটির সদস্যদেরও এক্ষেত্রে ভুমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিটি কলেজের শিক্ষক রোমেনা আক্তার ও তৌহিদুল ইসলাম। তাঁরা বলেন, দীর্ঘসময় পর সিটি কলেজ প্রথম আলো বন্ধুসভা কমিটি পেল। ভালো কাজের পাশাপাশি কমিটির সদস্যরা কলেজের সুনাম বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে ভুমিকা রাখার প্রত্যাশা করেন।

বক্তব্য দেন, প্রথম আলো সার্কুলেশন বিভাগের জেষ্ট্য নির্বাহী শুভাশীষ বড়ুয়া, কক্সবাজার জেলা বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল, জেলা বন্ধুসভার সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া হোসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন, অর্থসম্পাদক রহিমা আক্তার খুশি প্রমুখ।

সভায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনমুলক বক্তব্য দেন বন্ধুসভার সদস্য ও সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের পঞ্চমবর্ষের শিক্ষার্থী শেখ লুৎফুর রহমান তুষার। শেষে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও অভিনন্দন জানানো হয়।

# কমিটি নিম্নরূপ :

সভাপতি -মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সভাপতি-শফিকুল ইসলাম ও আসিফ রায়হান কাফি, সাধারণ সম্পাদক-সাবরিনা মনজুর শাম্মী, যুগ্ম সাধারণ সম্পাদক-মাছুমা আক্তার রুমী ও মারুফ রশিদ নাঈম, সাংগঠনিক সম্পাদক-ইরফান উদ্দিন, উপ-সাংগঠনিক সম্পাদক-নুরুল আবছার ও জান্নাতুল নাঈম, নারী বিষয়ক সম্পাদক-রেশমি সোলতানা, অর্থ সম্পাদক-আকাশ শর্মা, যোগাযোগ সম্পাদক-মিনহাজুল আলম ওয়ারিদ, দপ্তর সম্পাদক-সাইদুল লতিফ সাকিব, সাহিত্য সম্পাদক-আব্দুল নবী, প্রচার সম্পাদক-সাখাওয়াত হোসেন, অনুষ্টান সম্পাদক-মায়েদা ফারুকী, পাঠচক্র সম্পাদক-ফরহাদ আলম, দুযোগ ও ত্রাণ সম্পাদক-মঈন উদ্দিন, ক্রীড়া সম্পাদক-আব্দুল্লাহ মো. আসিফুজ্জামান সাজিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক-সোহাদ উল হক, সমাজকল্যাণ সম্পাদক-ফয়সাল মো. ফাহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-ফৌজিয়া ইসলাম ছাফা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক-আবু সুফিয়ান, পরিবেশ সম্পাদক-ফাতেমা আহম্মেদ সাথী, পাঠাগার সম্পাদক-জাহিদুল ইসলাম নাঈম, প্রশিক্ষণ সম্পাদক-সামিনা আক্তার।

# সদস্য :

মো. রিদুয়ানুল হক নিলয়, মেহেদী হাসান, মোহাম্মদ সাদমান সাকিব, আতকিয়া মোবাশ্বেরা, মেহরীন সুলতানা মিফতাহ, কাজী মেহেদী হাসান ইফতি, নিশাদুল আলম হৃদয়, এস এম ইসমাইল, তারেকুর রহমান, সাদিয়া মনির, হাসান মান্না, আবু হেনা, আশকিয়া তাবাচ্ছুম তিমা, মিফতাহুল জান্নাত মিতু, নাফিফা নুর নাওরীন, খাদিজাতুল কোবরা জেলি, নাদিয়া সুলতানা আঁখি, মাসুমা সাদিয়া, রুমি আকতার, শামান্তা নওরিন টিনা, খাইরুল আজিম রাবেত, কামাল উদ্দিন, মুশফিকুর রহমান সাকিব, মোস্তাকিম ওয়াহিদ ইপ্তি, জহিরুল ইসলাম ওমি, মো. ইসমাইল, সাইফুল ইসলাম, ইমাম হোসেন, আশেক উল্লাহ, নাজমা আকতার নিজুম, ইমাম হোসেন, মোজ্জলফা খানম রেখা, ফাহিম নুর রাফি, আব্দুল আওয়াল, আবুল আলা ইমন, রাশেদুল ইসলাম, রেজাউল করিম, তারিকুল ইসলাম, রায়হান উদ্দিন, রকি বড়ুয়া, উৎসব বড়ুয়া, বিজন বড়ুয়া, পিংকি শীল, হারুণ অর রশীদ, উন্মে হাবিবা রিতা, ইফতে শরফ নিতু, মুশাররফ হোসাইন, অর্পিতা দাশ, শাহজালাল ইবান ফাহিম, মিল্লাত মোতাহেরা, সাইফুল ইসলাম, তারেকুল হক ও জয়নাব জাহান চম্পা।

# উপদেষ্টা পরিষদ :

১. আব্দুল কুদ্দুস রানা, আঞ্চলিক অফিস প্রধান-প্রথম আলো-কক্সবাজার।

২. অধ্যাপক জেবুন্নেছা, বিভাগীয় প্রধান-পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ।

৩. মো. তৌহিদুল ইসলাম, প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ।

৪. রোমেনা আকতার, প্রভাষক-বাংলাবিভাগ,কক্সবাজার সিটি কলেজ।