মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

নতুন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচারের জন্য চেষ্টা করেছিল এক রোহিঙ্গা শরনার্থী। তাতেও পুলিশের হাতে ধরা খেলো ইয়াবা কারবারি। রোববার ৪ আগষ্ট কুতুপালং পালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের মোহাম্মদ হাশেমের পুত্র রোহিঙ্গা শরনার্থী নুরুল ইসলাম (২৫) বিশেষ কায়দায় ৫০ হাজার ইয়াবা নিয়ে মিয়ানমানের ওপার থেকে নাফ নদী সাঁতরিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন নাইট্যং পাড়া এপারে আসে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ৫০ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম কে আটক করে। বিষয়টি কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সিবিএন-কে নিশ্চিত করেছেন।

এদিকে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম (বার) সিবিএন-কে বলেছেন, ইয়াবাসহ ধৃত রোহিঙ্গা শরনার্থী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সে তার দলের অনেক দাগী আসামি ও অবৈধ অস্ত্রের সন্ধান দিয়েছে। সময়মতো তাকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও তার দলের অন্যান্য দাগী আসামীদের ধরার জন্য চেষ্টা চলছে বলে সিবিএন-কে তিনি জানান।