মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ডিসি কলেজের প্রতিটি ছাত্র ছাত্রী কে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর পড়াশোনার পাশাপাশি মেধা, মনন, যোগ্যতায় সৃষ্টিশীল দেশপ্রেমিক নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। যাহাতে পরবর্তীতে উচ্চ পর্যায়ে পছন্দ ও গুরুত্বপূর্ণ বিষয় ও প্রতিষ্ঠানে ডিসি কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা করার সুযোগ পায়। ডিসি কলেজের শিক্ষকদের নিজের সন্তানদের মতোই ছাত্র ছাত্রীদের গড়ে তোলার জন্য শিক্ষকদের মনোনিবেশ করতে হবে। শনিবার ৩ জুলাই সকালে কক্সবাজার ডিসি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পরিচয়পত্র বিতরন ও অধ্যক্ষ, শিক্ষকদের সাথে অস্থায়ী ক্যাম্পাস অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি, কলেজের প্রতিষ্ঠাতা ও কক্সবাজারে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন একথা বলেন। ডিসি মোঃ কামাল হোসেন শিক্ষর্থীদের সাপ্তাহিক পরীক্ষা পর্যবেক্ষণ করেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরন করেন। এসময় অন্যান্যদের মধ্যে ডিসি কলেজের প্রথম অধ্যক্ষ, জেলা প্রশাসনের এডিএম মোহাঃ শাজাহান আলি, এডিসি (শিক্ষা) মোহাম্মদ আল আমিন পারভেজ, কলেজের নবাগত অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্র ধর, কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রতি শনিবার হচ্ছে, কক্সবাজার ডিসি কলেজের সাপ্তাহিক ‘পরীক্ষা দিবস’।