আবদুল মজিদ,চকরিয়া (কক্সবাজার) :

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঐতিহ্যবাহী বৃহত্তর সমবায় প্রতিষ্ঠান “চিরিংগা ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর ৪৭০জন সভ্যগনের মাঝে প্রায় সাড়ে ১৫লাখ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। ৩আগষ্ট (শনিবার) সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়।

জানাযায়, বিগত ১৯৪৮ সনে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের ৪৭০জন সভ্যের অনুকূলে ১৩৭০টি শেয়ারহোল্ডার রয়েছে। তাদের মাঝে বার্ষিক লভ্যাংশের সাড়ে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সমিতির সভাপতি নুরুল হুদা নুরু’র সভাপতিত্বে অনুষ্টিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, সমবায়ী আবু তাহের চৌধুরী,সেলিম উল্লাহ এমএ প্রমূখ। বার্ষিক সাধারণ সভায় বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির সম্পাদক সেলিম উদ্দিন লিটন। এতে সমিতির ৪৭০জন্য সভ্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের উপর গুরুত্বারোপ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীশন ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।