সংবাদ বিজ্ঞপ্তিঃ
প্রশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরীর মাধ্যমে চূড়ান্ত ইসলামী বিপ্লবের লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রচলিত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙ্গে দিয়ে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমগ্র দেশব্যাপী একদল খোদাভীরু, দক্ষ, কর্মঠ, যোগ্য ও দেশ প্রেমিক কর্মীবাহিনী গড়ে তোলার দৃঢ় মানসে সমগ্র দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ১ আগস্ট বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী দফতর ভিত্তিক দায়িত্বশীল কর্মশালা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে হোটেল অস্টার ইকো কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশক্ষিণ প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।
বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শোয়াইব, জয়েন সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ারসহ জেলা নেতৃবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভাবনাময়ী শক্তি। দেশের সচেতন মানুষ বুদ্ধিজীবী রাজনীতিবিদরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে তৃতীয় শক্তি হিসেবে বিবেচনা করছেন, এতে আত্মতৃপ্তির কিছু নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃতীয় শক্তি নয়, বিজয়ী শক্তি হবে, ইনশাআল্লাহ। সাংগঠনিক মজবুতি অর্জন, জনশক্তির মানোন্নয়ন ও দক্ষ দায়িত্বশীলদের মাধ্যমে এই অবস্থান ইনশাআল্লাহ আমরা সৃষ্টি করতে পারব।
দিনব্যাপী কর্মশালায় জেলার আওতাধীন সকল উপজেলার ঊর্ধ্বতন দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।