আব্দুল মালেক  সিকদার, রামুঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এসেছেন রামুর জমিদার পরিবারের সন্তান নুরুল হক চৌধুরী। আসন্ন   ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার  হাওয়ায় দুলছে রামুর জমিদার পরিবারের সন্তানের নাম। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষ তাকে চাচ্ছে।
নুরুল হক চৌধুরী শিক্ষাদীক্ষা  সমাজসেবা দানদক্ষিনায়  এলাকায় সর্বস্তরের মানুষের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্য ব্যক্তি। দুস্থ ও অসহায় মানুষজনের পাশে তিনি সব সময় থাকেন। জননেতা নুরুল হক চৌধুরী রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছে।  তিনি জেলা আওয়ামী যুবলীগের সহশিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক, জেলা ছাত্রলীগের সদস্য ও রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সাদামাটা এ মানুষটি দলের জন্য সব সময়  নিবেদিত হিসাবে পরিচিতি। স্বৈরাচার  বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়ার জন্য নুরুল হক চৌধুরী রাজনীতির মাঠে বেশ প্রশংসিত। তিনি নিজের এলাকা রামু উপজেলা ফতেখাঁরকুল অফিসের চর এলাকায় সামাজিক, ধর্মীয়  ও সাংস্কৃতিক কাজে জড়িত। বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন। নিজ এলাকার বাইরে ও গড়ে তুলেছেন অসংখ্য সমাজসেবা মূলক সংগঠন ও প্রতিষ্ঠান। বংশীয় কারণে পুরনো  প্রজন্মের পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় নেতা। উদীয়মান সমাজ সেবক ও রাজনীতিবিদ নুরুল হক চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট জমিদার মরহুম আব্দুল মজিদ সিকদারের নাতি। বিশিষ্ট জমিদার মরহুম সোলতান আহমেদ চৌধুরীর সন্তান এবং বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আব্দুল মোমেন চৌধুরীর ছোট ভাই।