মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি নিবাসী, বর্তমানে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবনিয়ার ছরা কবরস্থান রোড নিবাসী আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী’র প্রথম নামাজে জানাজা কক্সবাজার শহরের দক্ষিণ তাবনিয়ারছরা কবরস্থান মাঠে শুক্রবার ২৬ জুলাই সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা ও হাজীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু তাহের। জানাজায় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রচুর মুসল্লী অংশ নেন। প্রথম জানাজা শেষে মরহুম আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী’র মৃতদেহ দক্ষিণ মিঠাছড়ি ফকিরা মুরা ইসলামিয়া মাদ্রাসা মাঠে নেয়া হয়েছে। সেখানে শুক্রবার ২৬ জুলাই জুমার নামাজের পর দ্বিতীয় নামাজে জানাজা শেষে আলহাজ্ব রফিকুল আলম চৌধুরীকে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি মরহুমের ঘনিষ্ঠজন শাহাবুদ্দীন আহমদ চৌধুরী সিবিএন-কে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী (৮৪) বৃহস্পতিবার ২৫ জুলাই চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে বেলা সোয়া ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি–রাজেউন)। মৃত্যুকালে আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান। তার প্রথম সন্তানের নাম ডাঃ শাফাত মাহমুদ রিয়াদ (ইংল্যান্ড প্রবাসী), দ্বিতীয় সন্তান রাফাত মাহমুদ আয়াদ ও একমাত্র কন্যা ডাঃ নিহাদ রওনক খুকুমণি। মরহুম আলহাজ্ব রফিকুল আলম চৌধুরী হচ্ছেন-কক্সবাজার থেকে নির্বাচিত সাবেক এমএলএ ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য মরহুম জাফর আলম চৌধুরী ও মরহুমা হাসিনা বেগম চৌধুরীর চতুর্থ পুত্র। মরহুম রফিকুল আলম চৌধুরী কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের ২ বারের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম চৌধুরী ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৫ বারের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরীর বড় ভাই ও মরহুম এডভোকেট এখলাসুল কবির চৌধুরীর জামাতা এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মাফরুহা সুলতানার বড় ভগ্নিপতি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে সদ্য নিয়োগ পাওয়া ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরীর চাচা। তিনি দক্ষিণ মিঠাছড়ি নিজের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ মিঠাছড়ি ফকিরামুরা ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। তিনি আরো বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মিয় প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।