আবু সায়েমঃ কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্কুল আর মাদ্রাসায় গণসচেতনাতমূলক সভা করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার(পিপিএমবার)।সারাদেশে ছেলেধরা সন্দেহে এবং পদ্মা সেতুতে মাথা ও রক্ত লাগবে বলে অপপ্রচার এবং গণপিটুনিতে মারধর ও নিহত হওয়ার প্রেক্ষিতে গতকাল(২৪ জুলাই ) বুধবার সকালে কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুলে সচেতনতামূলক এবং সাবধানতা অবলম্বন শীর্ষক কর্মসূচি পালন করা হয় । এ উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী ওসির এমন কার্যক্রমকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন। কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজার পৌরপ্রিপেটরি উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল,তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সদর মডেল থানার ওসি বলেন, কোন ধরণের গুজবে কান দিবেন না, ছেলেধরা কাউকে সন্দেহ হলে , অথবা এলাকায় কাউকে অপরিচিত হলে, আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিন। অথবা পুলিশের হেল্প লাইন ৯৯৯ এ কল করে অবগত করুন এবং তাৎক্ষণিক সেবা গ্রহণ করুন। কাউকে সন্দেহ হলে সাথে সাথে খবর দিন এবং আমরা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিবু। গণুপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়া জন্য তিনি বার বার আহ্বান করেন।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের উদ্দেশ্যে বলেন, কতিপয় মহল সরকারের ভাবমূর্তি কে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং দেশকে অস্থিতিশীল তৈরী করার জন্য নানা ধরণের গুজব করে দেশের পরিবেশ এবং শান্তি শৃঙ্খলা নষ্ট করতে অপচেষ্টায় মেতে উঠেছে। এ ব্যাপারে সকলকে সজাগ থেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব গ্রহণ করে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে অবগত করার অনুরোধ জানাচ্ছি। এবং আমার এ ম্যাসেজটি সদর উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান করছি।