ইমাম খাইর, সিবিএন:
২,৯৬০টি ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়েছে জোহরা বেগম (৩২) নামে এক রোহিঙ্গা নারী।
শনিবার (২০ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পুরাতন অনিবন্ধিত ২৪ নং লেদা ক্যাম্পের বি ব্লকের ১১৫ নং বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের সৈয়দ আলমের স্ত্রী এবং বাংলাদেশে আশ্রিত পুরাতন রোহিঙ্গা।
র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মির্জা শাহেদ মাহতাব জানান, লেদা রোহিঙ্গা ক্যাম্পে এক নারী ইয়াবা পাচারের জন্য প্যাকেট প্রস্তুত করছে, এমন খবরে অভিযান চালানো হয়।
পরে রোহিঙ্গা নারী জোহরা বেগমকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ২৯০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
শাহেদ মাহতাব আরও জানান, আটক নারী দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবিরে খুচরা ইয়াবা বেচা-কেনা করে আসছিল। অবেশেষে র‌্যাব তাকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার অনুমান মূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছে। ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।