হেলাল উদ্দিন, টেকনাফ :
নাফনদীর সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে চাঁদপুর ও যশোরের ২ মাদক কারবারী নিহত হয়েছে।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার চরমুকুন্দী এলাকার মোঃ রেজওয়ান সওদাগরের পুত্র মোঃ আসমাউল সওদাগর (৩৫)
ও যশোর জেলার কোতয়ালী থানার বসুন্দিয়া মোঃ জাব্বার আলীর পুত্র মোঃ জাবেদ মিয়া (৩৪)। মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির জাদিমোরা নাফনদী সীমান্তের শিকল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার গভীর রাতে মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উল্লেখিত স্থানে অভিযানে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ী গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাসী করে ১টি দেশীয় তৈরী অন্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ,
গুলিবিদ্ধ ২ অবস্থায় ২ ব্যক্তিকে উদ্ধার করে।
বিজিবি কর্মকর্তা আরো জানান, বন্দুকযুদ্ধে বিজিবি ৩ সদস্য মতিউর রহমান, ইমরান হোসেন। মোঃ রেজাউল আহত হয়। নিহত দুই পাচারকারীকে ময়না তদন্তের জন্য টেকনাফ থানা পুলিশকে হস্থান্তর করা হয়েছে। এব্যাপারে আইনী কার্যক্রম পক্রিয়াধীন।