প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার তবলা ইন্সটিটিউটের আয়োজনে আজ ২০মে সন্ধ্যা ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা ‘চতুরঙ্গ’। ভারত, কানাডা ও দেশের স্বনামধন্য যন্ত্রশিল্পীদের পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হবে তবলার লহড়া. গুণীজন সংবর্ধনা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কক্সবাজারের বিশিষ্ট মৃৎ শিল্পী নেপাল চন্দ্র ভট্টাচার্য। আমন্ত্রিত যন্ত্র সংগীত শিল্পীরা হচ্ছেন, ভারতের সমীর আচার্য্য (তবলা), অরণ্য চৌধুরী (সন্তুর), তণুলা চক্রবর্তী (কণ্ঠ), প্রত্যয় বড়ুয়া অভি (বাংলাদেশ), রেজাউল করিম (এস্রাজ), প্রাত দাশ (কানাডা)। সমগ্র অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কক্সবাজার তবলা ইন্সটিটিউটের পরিচালক সচিব কর্মকার তিলক।