মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আমাদের মধ্যে হয়ত অনেকে জানেন না ‘জেলা কালেক্টর’ পদটি কিভাবে উৎপত্তি হলো। বৃটিশ শাসিত ভারতে ইংরেজেরা তাদের প্রজাদের কাছ থেকে খাজনা অর্থাৎ রাজস্ব সঠিকভাবে আদায়ের লক্ষ্যে ১৭৭২ সালের ১৪ মে ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম জেলা কালেক্টরের পদটি সৃষ্টি করেন। ব্রিটিশ আমলে সেই প্রথম সৃষ্ট পদটির নাম ছিলো ডিস্ট্রিক্ট কালেক্টর (District collector)। তখন থেকে জেলার প্রশাসনিক প্রধানের নাম ডিস্ট্রিক্ট কালেক্টর হিসাবেই নামকরণ করা হয়। এজন্য দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়কে এখনো ঐতিহ্যগতভাবে কালেক্টরেট ভবন হিসেবে অভিহিত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সম্পৃক্ত বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নাম সহ বিভিন্নক্ষেত্রে এখনো সে কালেক্টরেট নামটি ব্যবহৃত হচ্ছে। যেমন-জেলা কালেক্টরেট কর্মচারী সমিতি, ভূমি অফিসে জেলা প্রশাসক পরিদর্শন গেলে কিংবা কোন ফাইলনোট লিখলে সেখানেও জেলা কালেক্টরেট শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। পরে দায়িত্ব পালনের প্রয়োজনে, জেলার আইনশৃঙ্খলা সুরক্ষায় ফৌজদারী বিচার ব্যবস্থার ক্ষমতা অর্পণ করে একই ব্যক্তির জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (District magistrate) নামে আরেকটি পদ সৃষ্টি করা হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদটি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লিষ্ট। পরবর্তীতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে পাকিস্তান আমলে ডিস্ট্রিক্ট কালেক্টর এর জন্য তৃতীয় আরেকটি পদ সৃষ্টি করা হয়। এই পদটি মূলত জেলার উন্নয়ন কর্মসমূহের সমন্বয় সাধন, জেলার অন্যান্য সকল প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সমন্বয় সাধন করার জন্যই সৃষ্টি করা হয়েছে। যার নাম হচ্ছে ডেপুটি কমিশনার (Deputy commissioner)। আমাদের দেশে প্রশাসনিক বিভাগের প্রধান কর্মকর্তার নাম হচ্ছ-কমিশনার অর্থাৎ আমারা এপদটিকে সচারাচর বিভাগীয় কমিশনার বলে থাকি। সেই বিভাগীয় কমিশনার থেকেই ডেপুটি কমিশনার শব্দের উৎপত্তি অর্থাৎ সংক্ষেপে ডিসি। জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে এখনো অর্পিত রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটগণ পদাধিকার বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি। Magistrate শব্দটি ল্যাটিন Magistratus শব্দ থেকে এসেছে বলে জানা যায়। যার মানে Administrator বা শাসক। ভারতে জেলা ম্যাজিস্ট্রেটকে এখনো বাংলায় বলা হয় ‘জেলা শাসক’। ‘শাসক’ শব্দটি শুনতে একটু পরাধীন মনে হওয়ায় সেটিকে আরো কোমল ও সহনীয় করে বাংলাদেশে ‘প্রশাসক’ শব্দটি ব্যবহার করা হচ্ছে। ‘জেলা প্রশাসক’ বহুল ব্যবহৃত District Magistrate শব্দের পরিবর্তিত বাংলারূপ যা এখনো ভারতে জেলা শাসক নামে অভিহিত করা হচ্ছে। গবেষক ও ঐতিহাসিকদের মতে ‘ডিস্ট্রিক কালেক্টর’ ঐতিহ্যগতভাবে এই উপমহাদেশ তথা বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি পদ। এই ‘ডিস্ট্রিক্ট কালেক্টর’ আজ মঙ্গলবার ১৪ মে ২৪৭ তম বছর অতিক্রম করে ২৪৮ বছরে পা রাখলো।
২৪৮ বছরে ডিস্ট্রিক্ট কালেক্টর পদটি পা রাখার এ শুভলগ্নে কক্সবাজারের সফল ও কর্মপাগল ডিস্ট্রিক্ট কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে কক্সবাজার জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিবিএন পরিবারের পক্ষে জানাই ফুলেল শুভেচ্ছা। এদিনে গতিশীল ও দূরদর্শী কর্মকর্তা, জেলাবাসীর অভিবাবক জেলা কালেক্টর মোঃ কামাল হোসেনের আরো সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।