কায়সার হামিদ মানিক, উখিয়া :

উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ দূবৃর্ত্তরা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের এলোপাতাড়ী কিরিজ ও ছুরিকাঘাতে মহিলাসহ ৪জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুর ১২টায় উখিয়ার চাকবৈঠা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে দূবৃত্তরা দা, কিরিজ, লোহার রড ফেলে পালিয়ে যায়।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের আব্বাস হোসেনের ছেলে মোহাম্মদ রশিদ (৩৩) এর সাথে প্রতিপক্ষ মৃত মৌলভী আলী হোসেনের ছেলে মোহাম্মদ শাহজাহান পরিবারের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। তারা বসত-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছিল। মামলার বাদি মো: রশিদ জানায়, এ ঘটনা নিয়ে স্থানীয় চেয়ারম্যানকে বিচার দায়ের করলে তারা সালিশি বৈঠকে উপস্থিত হয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটি স্ট্যাম্প প্রদান করলেও তারা তা মানেনি। ঘটনাস্থলে আহত ছকিনা আকতার (১৬), রাজিয়া বেগম (২৮), রেহেনা বেগম (২৬), জসিম উদ্দিন (২৮) সহ ৪জনকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।