প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১৭ মে গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে রামু সমিতির ইফতার মাহফিল, গুণীজন সম্মাননা ও নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। এতে রামু সমিতির সদস্যরা ছাড়াও কক্সবাজার তথা দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এ উপলক্ষে আজ ১০ মে বিশেষ প্রস্তুতিসভা বনানীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদ।

প্রস্তুতি সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন রামু সমিতির সিনিয়র সহ সভাপতি মাফরুহা সুলতানা, ট্র‍্যাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল মোমেন চৌধুরী, নির্বাহী সদস্য জান্নাত-ই-কাওনাইন, সহ সভাপতি সুজন শর্মা, সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুপ্ত ভূষণ বড়ুয়া প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় এই প্রস্তুতি সভায় কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সম্ভাব্য বাজেট তুলে ধরেন অর্থ সম্পাদক আব্দুল হাকিম। ইফতার আয়োজন নিয়ে প্রস্তাবনা দেন মোয়াজ্জেম হোসেন ও উজ্জ্বল বড়ুয়া। ভেন্যু সজ্জা ও ডিজাইন নিয়ে পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠান বিষয়ক সহ-সম্পাদক তাপস শর্মা, ক্রীড়া সম্পাদক সাজেদুল আলম মুরাদ, সদস্য মোহাম্মদ ইলিয়াস।
আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আতিকুল্লাহ চৌধুরী, দফতর সম্পাদক নিউটন শর্মা, সহ প্রচার সম্পাদক খুরশেদ আলম প্রমুখ।

উল্লেখ্য প্রতি বছরের মত আগামি ১৭ মে শুক্রবার বিকেল চারটায় ঢাকাস্থ গণপূর্ত অডিটোরিয়ামে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হবে।